কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। গত সোমবার তিনি যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
গত সোমবার তিনি যোগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপ-উপাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সভাপতিত্ব করেন।