মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঝিনাইদহের মালিথিয়া ফুটবল একাদশ মাগুরার জোকা যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে।
শিখর খেলায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান। ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবর। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
খেলায় ঝিনাইদহের মালিথিয়া ফুটবল একাদশ মাগুরার জোকা যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন ট্রফি অর্জন করে। মালিথিয়া ফুটবল একাদশের খেলোয়াড় সবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আগত বিদেশী খেলোয়াড়রা দর্শকদের ভিন্ন আনন্দ দেয়।