কমলগঞ্জে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাঁচজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
তাঁরা হলেন-রহিমপুর ইউপির উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার, শমশেরনগর ইউপির উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবি এম আরিফুজ্জামান অপু ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আব্দুল গফুর এবং আলীনগর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মুর্শেদ রাজু।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান পাঁচ নেতার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।