দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক বিভাগের জায়গায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। এতে বর্ষার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বসতবাড়িসহ কয়েক হাজার বিঘা ফসলি জমির। তবে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় থেকে বারোকোনা হয়ে পূর্ব নারায়ণপুর পর্যন্ত দুই পাশের সড়ক ও জনপথের জায়গা দখল করে মাটি ভরাট করছে স্থানীয় কিছু ব্যক্তি। এতে পৌর এলাকার পূর্ব গরীপাড়া, পূর্ব কাঁটাবাড়ী, বারোকোনা ও রেলস্টেশনের পুরো এলাকাসহ চকচকা গ্রামের আংশিক এলাকার পানি প্রবাহের পথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকার আবাদি জমি ও বসতবাড়িসহ প্রায় এক হাজার বিঘা ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বারোকোনা গ্রামের সাবেক কাউন্সিলর কৃষক আবু রায়হান বুলবুল বলেন, এই পথ দিয়ে বারোকানাসহ আশপাশের ফসলের মাঠের পানি প্রবাহিত হয়, কিন্তু মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহের সেই পথটি বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, মাঘ মাসের সামান্য বৃষ্টিতে জমিতে পানি জমে রয়েছে, বর্ষা মৌসুমে এই এলাকা পানিতে তলিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রতিকার মেলেনি। একই কথা বলেন কাঁটাবাড়ী গ্রামের তমাল হোসেন, মটু মিয়াসহ অন্য কৃষকেরা।
দিনাজপুর সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী সুনিতি চাকমা বলেন, অল্প সময়ের মধ্যে সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত করার অভিযান শুরু হবে।