বাড়িতে জৈব সার তৈরি করে পড়ালেখার খরচ মিটিয়ে পরিবারের জোগান দেওয়া সেই নাসরিন সুলতানা জয়িতা পুরস্কার পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবসে তিনি এ পুরস্কারে ভূষিত হন।
এর আগে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় নাসরিনকে নিয়ে ‘পড়ালেখার ফাঁকে সার তৈরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
নাসরিন সুলতানা উপজেলার বারবাকপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। পাশাপাশি ৫ বছর ধরে জৈব সার তৈরির কাজে করছেন।
পুরস্কার পাওয়ার বিষয়ে নাসরিন বলেন, ‘পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমাকে নিয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করায় আজকের পত্রিকাকে ধন্যবাদ।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক বলেন, ‘লেখাপড়ার ফাঁকে ফাঁকে নাসরিন জৈব সার উৎপাদন করে পরিবারে অর্থের জোগান দেন। উপজেলার অন্য নারীদের জন্য নাসরিন আদর্শ উদাহরণ।