হোম > ছাপা সংস্করণ

‘বুদ্ধিজীবী হত্যা করলেও বিজয় আটকাতে পারেনি ’

বান্দরবান প্রতিনিধি

পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করলেও বাংলার বিজয় আটকে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গতকাল নানা আয়োজনে বান্দরবানে দিবসটি পালিত হয়। সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবানের বাস স্টেশনে নির্মিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানো হয়। এ ছাড়া বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর বাহাদুর উশৈসিং।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বীর বাহাদুর বলেন, ‘পাকিস্তানিরা বুঝতে পেরেছিল তাদের পরাজয় হচ্ছে, তাই বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করলে বাঙালি মাথা উঁচু করতে পারবে না। পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করলেও বাংলার স্বাধীনতা-বিজয়কে আটকে রাখতে পারেনি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ