হোম > ছাপা সংস্করণ

কমিটি নিয়ে কেন্দ্রে নালিশ

খান রফিক, বরিশাল

সম্প্রতি বরিশালে বিএনপির তিনটি শাখায়ই নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় দলে বিরোধ বাড়ছে। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়ার আশঙ্কায় আছেন অনেকে। এ নিয়ে কেন্দ্রে অভিযোগ দিয়েছেন নগর, উত্তর ও দক্ষিণ বিএনপির অর্ধশত নেতা। এদিকে বরিশালে নগরের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চলতি মাসেই উত্তর ও দক্ষিণে দুটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ অবস্থায় জনসভা কতটা সফল হবে তা নিয়ে চিন্তিত স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে ২০ ও ২২ জানুয়ারি নগরের বাইরের জনসভার করণীয় নিয়ে আগামীকাল শনিবার কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসছেন।

গত ৩ নভেম্বর বরিশাল নগর, উত্তর ও দক্ষিণের পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। নতুন আহ্বায়ক কমিটির নেতারা কমিটি পূর্ণাঙ্গ করতে গিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েছেন। স্থানীয় নেতা-কর্মীদের ধারণা, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি থেকে ত্যাগীরা বাদ পড়তে চলেছেন।

উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তার খান বলেন, ‘আহ্বায়ক কমিটিতে কারা আসবেন, ধারণা নেই।’

উত্তরের সাবেক দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু বলেন, ‘আহ্বায়ক কমিটিতে আমাকে না রাখার শঙ্কায় আছি।’

উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি হয়তো আমাদের বাদ দিয়েই করা হচ্ছে। অনেকেই বাদ পড়ার শঙ্কায় কেন্দ্রে অভিযোগ দিয়েছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে ২২ জানুয়ারির জনসভা নগরীর বাইরে কীভাবে সফল হবে, তা নিয়ে নেতা-কর্মীরা চিন্তিত।’

বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল বলেন, ‘যাঁরা অনেক দিন ধরে গ্রুপিংয়ের জন্য দল থেকে দূরে রয়েছেন, ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে তাঁরা স্থান পাচ্ছেন। আগের কমিটির কিছু তো বাদ পড়বেই।’

নগরের বাইরে দক্ষিণ বিএনপির বড় ধরনের জনসভা যখন ঘোষণা হলো তখন দলে পদধারী দুজন। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, ‘নতুন আহ্বায়ক কমিটিতে রাখবে কি না জানি না। যে কারণে ২০ জানুয়ারির জনসভা নিয়েও কিছু জানা নেই।’

এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মেবুল জানান, কেন্দ্রে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বললেও তাঁরা কম-বেশি করে গত বৃহস্পতিবার জমা দিয়েছেন। ২০ জানুয়ারি দক্ষিণের জনসভা নিয়ে এখন কিছু ভাবছেন না।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, বাধাবিঘ্ন বিবেচনা করে জনসভা নগরের বাইরে করতে শনিবার উত্তর বিএনপির প্রস্তুতি সভা ডাকা হয়েছে। এরপর দক্ষিণের। তিনি বলেন, নিকট অতীতে এমন বড় কর্মসূচি নগরের বাইরে হয়নি। এর মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে নেতাদের বাদ পড়ার অভিযোগ উঠেছে। উত্তর বিএনপি নেতা মনিরুজ্জামান, আফজাল হোসেন, আব্দুল ছত্তার খান, জহিরুল ইসলাম জহিরসহ ১২ থেকে ১৪ জন আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়ার আশঙ্কায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছেন। উত্তর বিএনপির সদস্যসচিব মুকুল নিষ্ক্রিয়। জমা দেওয়া মহানগর কমিটি নিয়েও অভিযোগ উঠেছে। যাচাই-বাছাই হবে।

মহানগরের আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়ার আশঙ্কায় আটটি অভিযোগ তুলে বিগত কমিটির ৩১ জন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিগত কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. হোসেন চৌধুরী বলেন, বরিশাল বিএনপিতে এখন অন্য দল থেকে আসা নেতাদের গুরুত্ব বেশি।

তবে মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, আগের কমিটির সবাই স্থান পাবেন না—এটাই স্বাভাবিক।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, বাদ পড়ার আশঙ্কা একদম যে মিথ্যা তা-ও না। অভিযোগগুলো দল দেখছে। নগরের বাইরে অনেক নেতা-কর্মী আছেন। জনসভায় সবাই অংশ নেবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ