ময়মনসিংহে বিজয় দিবস উপলক্ষে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি এলাকায় প্রাক্তন সৈনিক সংস্থার অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন কনসালট্যান্ট মো. হেফজুল বারী ও প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল তাঁদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এ বি এম হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপদেষ্টা আবুল হাসেম গাজী, অনারারি ক্যাপ্টেন নজরুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ শেষে সভাপতি হাবিবুর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।