যশোরে ট্রাকচাপায় হুমায়ূন কবির (১৯) নামের এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আরিফুল ইসলাম (১৮) নামের অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যশোর সদরের পাঁচবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত আরিফুল ইসলাম জানান, মোটরসাইকেলে চড়ে তাঁরা যশোর থেকে মাগুরায় যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় আহত তরুণ হুমায়ূন কবির রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত তরুণকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
তিনি জানান, হুমায়ূন কবির অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি অপরজন শঙ্কামুক্ত আছেন।
যশোর কোতোয়ালি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’