পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই মাওলানা আবুল বাশার, খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানকে প্রতারণা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। ৭ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
গতকাল সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে বিচারক আসামিদের জেল হাজতে পাঠান।
এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে এহসান গ্রুপের বিরুদ্ধে মামলার তদন্তকাজ সিআইডিকে দেওয়া হয়েছে।
এদিকে রাগীব আহসানকে আদালতে আনার কথা শুনে শতাধিক গ্রাহক আদালত চত্বরে ভিড় জমান। অনেক গ্রাহক তাদের পাওনা টাকা ফিরে পেতে মরিয়া হয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাগীব আহসান ও তার ভাইদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তে আসামিদের কাছ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামিরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, এহসান গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডি তদন্ত করবে।