বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। গতকাল বুধবার সকালে ফেরত আসা কিশোরদের তাদের পরিবারের হস্তান্তর করে বেনাপোল বন্দর থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় তারা দেশে ফেরে।