হোম > ছাপা সংস্করণ

১৬ বছর পর মুশফিকের সঙ্গে আড়াই ঘণ্টা

সিরাজ উল্লাহ খাদেম নিপু

মুশফিক-সাকিবদের বন্ধু, বয়সভিত্তিক ক্রিকেটের সতীর্থ সিরাজ উল্লাহ খাদেম এখন খেলেন পর্তুগাল জাতীয় দলে। দীর্ঘ সময় পর কদিন আগে ইংল্যান্ডে প্রিয় বন্ধু মুশফিকুর রহিমের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। মুশফিকের সঙ্গে সেদিনের আড্ডা নিয়েই লিখলেন পর্তুগালের পেসার সিরাজ উল্লাহ খাদেম নিপু

কত দিন পর মুশফিকের সঙ্গে দেখা! সময়ের হিসাবে ১৬ বছর তো হবেই। চেমসফোর্ডে বাংলাদেশের সিরিজ শেষে সোমবার (১৫ মে) ওর সঙ্গে দেখা হলো কেনিংটনে। আড্ডা চলল প্রায় আড়াই ঘণ্টা।

বিকেএসপিতে আমরা একই সময়ে পড়েছি। একাডেমিক দিক থেকে সে (মুশফিক) এক বছরের সিনিয়র। আমি ২০০১ আর মুশফিক ২০০০ সালের ব্যাচ। তবে বয়সভিত্তিক ক্রিকেটে ২০০১ থেকে ২০০৬—এই পাঁচ বছর আমরা একসঙ্গে খেলেছি। খুব ক্লোজ ছিলাম। বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরের সময় আমিও এখানে থাকায় ১৬ বছর পর ইংল্যান্ডে ওর সঙ্গে দেখা হয়ে গেল। কত দিন পর দেখা! ও আবেগাপ্লুত হয়ে পড়েছিল। আমিও নই কি!

সেই ২০০১ সাল থেকে কত স্মৃতি আমাদের। কত মজার ঘটনা। কী মজার জীবনটাই না ছিল আমাদের! লম্বা সময় পর দুজনের সাক্ষাতে ফিরে এসেছিল সেই সব দিন। বাদ যায়নি ওই আফসোসটাও—দুর্দান্ত একটা দল নিয়েও ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা ভালো করতে পারিনি। সাকিব, তামিম, মুশফিক, সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান শুভ, মেহরাব জুনিয়র, সনেট, আমি, রাজন, ডলার মাহমুদ—সবাই ওই দলের অংশ ছিলাম। দেশের মাটিতে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে টানা হারিয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কায় সেই ইংল্যান্ডের কাছেই শেষ আটে হেরে যেতে হয়েছিল আমাদের।

পুরোনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি আমাদের আড্ডায় ছিল বর্তমানও। মুশফিকই জানতে চেয়েছিল, বাংলাদেশে আসি না কেন, প্রিমিয়ার লিগ খেলি না কেন?  বলল, বাংলাদেশে খেললে হয়তো বিপিএলে খেলার সুযোগ পেতাম।

২০১৪ সালে বাংলাদেশ থেকে আমি পর্তুগালে চলে আসি। এখন পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলছি জেনে মুশফিক অনেক খুশি। সে বলল, ‘অনেকে অনেক জায়গায় খেলতে পারে না। তবে তুই সাহস করে চলে গেছিস। তুই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলে গেছিস। তাতে তো আমরা বলতে পারি যে বাংলাদেশে না হোক, অন্য দেশে আমাদের বন্ধু খেলছে। সেটাও আমাদের জন্য গর্ব।’

আন্তর্জাতিক ক্রিকেটে আমার পারফরম্যান্স দেখল মুশফিক। তারপর বলল, ‘ভালোই তো। ১৭ ম্যাচে ২৭ উইকেট মেরে দিলি। আবার কদিন আগে ৫ উইকেটও।’ 
মুশফিকের সমৃদ্ধ ক্যারিয়ার দেখে অনেক ভালো লাগে। তবে খারাপ লেগেছে হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ