প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
ক্রিমিনালস (বাংলা সিনেমা)
অভিনয়: তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক, নীল হুরেজাহান
দেখা যাবে: দীপ্ত প্লে
গল্পসংক্ষেপ: সমাজের তিন শ্রেণির তিনজন নারীকে নিয়ে সিনেমার গল্প। প্রত্যেকেই প্রতারিত হয়ে আজ জীবনের এক কঠিন সংগ্রামের মুখোমুখি। তিন নারীর লক্ষ্য এখন একটাই, প্রতিশোধ নেওয়া। নিজেদের লক্ষ্য পূরণেই তারা হয়ে ওঠে ক্রিমিনাল।
শোটাইম (হিন্দি সিরিজ)
অভিনয়: ইমরান হাশমি, মৌনি রায়, নাসিরুদ্দিন শাহ
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: অদ্ভুত রঙিন এক দুনিয়া শোবিজ। চোখ জুড়ানো সৌন্দর্যে মনকাড়া তারকাদের নিয়ে ভক্তদের মাতামাতি, পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ—সব মিলিয়ে প্রতিনিয়তই জনপ্রিয়তার প্রতিযোগিতায় ছুটছেন তারকারা। তারকাদের দৃশ্যমান জীবনের পেছনের গল্প নিয়ে এই সিরিজ।
মহারানি (হিন্দি সিরিজ)
অভিনয়: হুমা কুরেশি
দেখা যাবে: সনি লিভ
গল্পসংক্ষেপ: নব্বইয়ের দশকে ভারতের বিহারের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেন ভীমা বাবু। রানি ভারতী একেবারেই আটপৌরে এক গৃহবধূ। ঘরসংসার আর গবাদিপশু সামলানো রানিকে অনেকটা জোর করেই টেনে আনা হয় রাজনীতিতে। রাজনীতির কঠিন মারপ্যাঁচে রানি হয়ে ওঠেন মহারানি।
ড্যামসেল (ইংলিশ সিনেমা)
অভিনয়: মিলি ববি ব্রাউন, নিক রবিনসন, রে উইনস্টন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: রাজপরিবারে বিয়ে হয় এলোডি নামের তরুণীর। বিয়ের পরেই সে জানতে পারে তাকে রাজপরিবারের গৃহবধূ করা হয়েছে এক অভিশাপের হাত থেকে পরিবারকে মুক্ত করতে। অন্ধকার গুহায় নিক্ষেপ করা হয় এলোডিকে। এলোডি বুঝতে পারে লড়াই করেই বেঁচে থাকতে হবে তাকে।