রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গত বছর মার্চে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। টুর্নামেন্ট শেষের এক বছর পরও রফিক-রাজিনদের পারিশ্রমিক বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে পারিশ্রমিক বুঝে পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলা বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে গত ১৯ জানুয়ারি আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এ খবরের প্রসঙ্গ টেনে পরের দিন ২০ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। পিটিআইয়ের বরাত দিয়ে একই দিনে খবর প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যম।
এতে বেশ বিতর্কিত আর চাপে পড়েন পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার দায়িত্ব থাকা ভারতীয় এজেন্ট। তাঁরা দ্রুত উদ্যোগ নেন পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার। ওই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলা একাধিক ক্রিকেটার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, পারিশ্রমিক বুঝে পেয়েছেন তাঁরা। মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বললেন, ‘এটা ওরা বুঝিয়ে দিয়েছে।’ রাজিন সালেহও বললেন একই কথা। হান্নান সরকার ধন্যবাদ দিলেন আজকের পত্রিকাকে, ‘প্রতিবেদনের জন্য ধন্যবাদ।’
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় পর্ব হওয়ার কথা ছিল এ মাসেই। আইপিএলের কারণে এটি পিছিয়ে গেছে জুনে। এবার বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন তুষার ইমরান, আফতাব আহমেদ, তালহা জুবায়ের, শাহাদত হোসেন রাজিবের মতো গত তিন-চার বছরে সাবেক হওয়া ক্রিকেটাররা।