ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ শতাধিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় ৯ শতাধিক কৃষকের প্রত্যেককে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি ও এক কেজি সরিষা বীজ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।