হোম > ছাপা সংস্করণ

আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

গত বুধবার সন্ধ্যায় কামারপুকুর ইউনিয়নে নিজবাড়ী এলাকায় এ প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি আশ্রয়ণের সুফলভোগীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সচিব সুফলভোগীদের উদ্দেশে বলেন, দুই শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, যার বর্তমান মূল্য প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা করে আপনাদের দিয়েছেন প্রধানমন্ত্রী। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।

তিনি সুফলভোগীদের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি কথা জানিয়ে বলেন, সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে, থাকবে।

পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর নিজবাড়ী আশ্রয়ণ প্রকল্পে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

পরে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানরে লক্ষ্যে দশটি সেলাই মেশিন ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিক, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ, উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ