হোম > ছাপা সংস্করণ

শিক্ষা ভাতা ও সুরক্ষা সামগ্রী পেল ১৭২ শিশু

বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ১৭২টি এতিম ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষা ভাতা, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ‘হেল্প অ্যান্ড নলেজ’ এর উদ্যোগে গত বুধবার দুপুরে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলার গিলাবাড়ি গ্রামে সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এত সভাপতিত্ব করেন আমীর উজ জামান। প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, হেল্প অ্যান্ড নলেজ এর নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান, কাউলজানী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউল গনি হাবিব, বাসাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, সেহরাইল-কাউলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, হেল্প অ্যান্ড নলেজ এর সদস্য এ বি এম নূরুজ্জামান সুজন, প্রোগ্রাম ম্যানেজার মো. আবু জাফর প্রমুখ

হেল্প অ্যান্ড নলেজ এর নির্বাহী পরিচালক মো. কামরুল হাসান তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা এমন একটা সুন্দর পৃথিবী চাই যেখানে একে অপরকে সাহায্য করার ক্ষমতা অর্জন করবে। একে অন্যের দুর্ভোগ লাঘবে মুক্তমনে সাড়া দেবে। এরই ধারাবাহিকতায় আমরা ২০১২ সাল থেকে এতিম শিশুদের জীবনমান সুরক্ষায় কাজ করে যাচ্ছি। বর্তমানে সারা বাংলাদেশে ২ হাজারের বেশি এতিম শিশুদের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছি। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় ১৭২ জন এতিম শিশু রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ