হোম > ছাপা সংস্করণ

অনুসারীদের নিয়ে সভা করলেন সরোয়ার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে নিজের অনুসারী পদবঞ্চিত নেতাদের নিয়ে সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। গতকাল রোববার বরিশাল নগরের কাউনিয়া এলাকায় নিজ বাড়ির আঙিনায় শামিয়ানা ও প্যান্ডেল তৈরি করে সেখানে এই সভা করেন। এতে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও মহানগর কমিটির পদবঞ্চিত নেতাসহ দুই শতাধিক দলীয় সমর্থক যোগ দেন। এর মাধ্যমে সরোয়ার দীর্ঘদিন পর মাঠে সক্রিয় হলেন।

সভায় মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বরিশাল নগর বিএনপিতে যাঁরা বদবঞ্চিত তাঁদের সংগঠিত করতেই এই সভা আহ্বান করা হয়েছে। আমাদের এখন দলের ভেতরকার বিভক্তি ভুলে আগামী ৫ নভেম্বরের সমাবেশকে সফল করতে হবে।’

মজিবর রহমান আরও বলেন, সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাটিয়েছে।

সভায় অবক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ