হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিন ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। শেষ হবে আগামীকাল শনিবার। উপজেলার কালকিনি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কালকিনি ফাজিল মাদ্রাসা, জুরগাও উচ্চবিদ্যালয় ও শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা রেস্ট হাউস ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি বুথে টিকা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

কালকিনি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমা আক্তার বলেন, ‘এত শিক্ষার্থীদের জন্য মাত্র চারটি বুথ করা হয়েছে। এতে টিকা দিতে খুবই কষ্ট হচ্ছে। যদি বুথ আরও কয়েকটি বাড়ানো যেতে তাহলে কষ্ট কম হতো।’

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবর রহমান বলেন, ‘ফাইজারের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকার প্রথম ডোজ নিয়েছিল ২৭ হাজার ৬৭৯ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদারীপুর জেলা থেকে এইচএসসি পাস প্রায় ৩ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নেয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ