র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’
ভুল তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘কিছু এনজিও, কিছু ব্যক্তিবিশেষ ক্রমাগতভাবে বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিভিন্ন দেশে ভুলভাবে তথ্য-উপাত্ত সরবরাহ করছে। বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যউপাত্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি।’
এমন সিদ্ধান্তে আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোট দেবে জনগণ। কোন দেশ কার ওপর নিষেধাজ্ঞা দিল সেটি জনগণের ওপর কোনো প্রভাব ফেলে না।’