সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব আলী রিয়াদ (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী রিয়াদ ফেনীর সোনাগাজীর শ্রর্শ আবীকারি এলাকার মৃত সাহাব উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিয়াদ একটি মোটরসাইকেলের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই পিকআপের চালক পালিয়ে গেছে।