ষষ্ঠ ধাপের দোহার উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নৌকার দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নের আবেদন ফরম বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০ জন ফরম নিয়েছেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার জানান, গতকাল পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য ২০ জন ফরম নিয়েছেন। এর মধ্যে বিলাশপুর ইউনিয়নে রাশেদ চোকদার, ফজলুল মোল্লা, মো. আবুল। কুসুমহাটিতে আমজাদ হোসেন আজাদ ও কাদের মণ্ডল। নারিশায় আলমগীর হোসেন ও গিয়াসউদ্দিন আল মামুন। মুকসুদপুরে অধ্যাপক এমএ হান্নান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ ও আবদুল রহিম এবং নয়াবাড়িতে টুটুল গুহ নৌকা প্রতীকের জন্য ফরম গ্রহণ করেছে।