সাম্প্রতিক বছরগুলোতে জার্মানে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ, জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা বেতনে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ ও শিক্ষাবৃত্তির সুবিধা। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জার্মানিকে ধরা হয় সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ। তা ছাড়া জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হলো হামবোল্ট রিসার্চ ফেলোশিপ।
এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিভিন্ন স্পনসরশিপ পোর্টফোলিও থেকে পৃথকভাবেও আপনার খরচ মেটানো হবে।
সুযোগ-সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের যোগ্যতা
যেসব বিষয় খেয়াল রাখবেন
যেহেতু সারা বিশ্বের অসংখ্য গবেষক এই ফেলোশিপ পাওয়ার জন্য আবেদন করেন, তাই নির্ধারিত সময়ের আগেই আপনার পূরণকৃত আবেদনপত্র, প্রয়োজনীয় কোনো অতিরিক্ত নথি পাঠিয়ে দিন। আবেদন-প্রক্রিয়া সাধারণত চার থেকে আট মাসের মধ্যে সম্পন্ন করা হয়। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নেয় এবং প্রায়ই পরবর্তী নির্বাচন কমিটির বৈঠকে স্থগিত করতে হয়। তাই কোনো ভুল করা যাবে না।
আপনার আবেদন সফল হলে, আপনি নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে আপনার ফেলোশিপ শুরু করতে পারবেন। আর আপনার আবেদন ব্যর্থ হলে, তারা তাদের সিদ্ধান্তের কারণগুলো আপনাকে ই-মেইল করে দেবে। নির্বাচিত হওয়ার সাধারণত প্রায় পাঁচ সপ্তাহ পরে আপনি এবং আপনার হোস্ট আপনার আবেদনের ফলাফলসহ একটি চিঠি পাবেন। ফলাফলে সন্তুষ্ট না হলেও সিদ্ধান্ত আপিল করা যাবে না। তবে যেসব কারণে বাদ পড়েছেন, সেই সব বিষয়ে উন্নতি করে আবারও আবেদন করতে পারবেন। কিন্তু পুনরায় আবেদন করার আগে ন্যূনতম ১৮ মাস অপেক্ষা করতে হবে।
আবেদনের শেষ সময়
নভেম্বর ৩০, ২০২২