গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাতে ফাটল দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে রেললাইনে এ ফাটল দেখা যায়। বেলা দু্ইটার দিকে তা মেরামত করা হয়েছে। তবে এ ফাটলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ফেটে যাওয়ার পর ওই লাইনের ওপর দিয়ে ধীরগতিতে কয়েকটি ট্রেন চলাচল করেছে। রেলওয়ে মেরামত টিমকে জানানো হলে তারা এসে লাইন মেরামত করে।
টঙ্গী রেলওয়ে কার্যালয়ের টঙ্গী উপপ্রকৌশলী (পথ) রেজাউল করিম বলেন, মেরামতের দুইটার দিকে মেরামত কাজ শেষ হয়েছে। এরপর স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করেছে।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে কার্যালয়ের প্রকৌশলী ইকবাল হাসান আজকের পত্রিকাকে জানান, টঙ্গীর বউবাজার এলাকার প্রায় এক ইঞ্চি পরিমাণ রেললাইনের পাতে ফাটল দেখা দিয়েছিল। তখন ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করেছে। শুধু ব্রডগেজ ট্রেনগুলো চলাচল করেছে। মেরামতের পর মিটার গেজ ট্রেনও চলছে।