হোম > ছাপা সংস্করণ

ঢাকায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ কমতে শুরু করেছে। তবে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় রোগী শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। রোগীর চাপ কমায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ফাঁকা রয়েছে বেশির ভাগ শয্যা। সে কারণে শয্যাসংখ্যাও কমানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১৭ জনের মৃত্যু হয় ঢাকায়। আগের দিন বুধবার মৃত্যু হয়েছিল ১৪ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ১১ জনের, সোমবার ৮ জন এবং রোববার মারা গেছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হন ৮৭৪ জন। শনাক্তের হার ৫ দশমিক ২৪ শতাংশ। আগের দিন ১৫ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিলেন ১ হাজার ১০১ জন। শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। ঢাকায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৩৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৩৩ জনের।

করোনার মহামারি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকারিভাবে ১৭টি হাসপাতালের পাশাপাশি বেসরকারিভাবেও ২৯টি ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালানো শুরু হয়। গতকাল বৃহস্পতিবার পাঠানো তথ্য অনুযায়ী, বেসরকারি ২৯টি হাসপাতালে মোট আইসিইউ শয্যা রয়েছে ৪৭৭টি। এর মধ্যে গতকাল ফাঁকা ছিল ৪১১টি। অর্থাৎ ৮৬ দশমিক ১৬ শতাংশ আইসিইউ শয্যাই ফাঁকা পড়ে রয়েছে। আর বেসরকারি হাসপাতালগুলোতে মোট সাধারণ শয্যা রয়েছে ১ হাজার ৬৫০টি। গতকাল পর্যন্ত ফাঁকা রয়েছে ১ হাজার ৩৪৬টি। অর্থাৎ ৮১ দশমিক ৫৮ শতাংশ শয্যাই ফাঁকা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি ১৭টি হাসপাতালে চলতি মাসে ১ তারিখেও সাধারণ শয্যা ছিল ৪ হাজার ২৭২টি। গতকাল তা কমিয়ে ৩ হাজার ৮৯০টিতে আনা হয়েছে। এসব শয্যার মধ্যে গতকাল খালি ছিল ২ হাজার ৮০৫টি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ