ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামের এক ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে এ ঘটনা ঘটে। জসিম আখাউড়ার পৌর এলাকার বাসিন্দা। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রাব্বি মোল্লা নামের ওই ট্রেনের এক যাত্রী আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে আসে। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর ট্রেনটি সদর উপজেলার পাঘাচং স্টেশনে ঢোকার পথে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে পেছনের দিকের ২ নম্বর বগিতে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসা হকার জসিম আহত হন।
আখাউড়া রেলওয়ে জংশনস্টেশন হকার সমিতির সভাপতি হেবজু মিয়া জানান, ট্রেনটি আখাউড়া আসার পর জসিম উদ্দিন চিকিৎসা নেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে ইতিমধ্যে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান বলেন, ‘আমরা শুনেছি। রাতেই আমরা সেখানে অভিযান চালিয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’