হোম > ছাপা সংস্করণ

জামালপুরে শত্রুতার বলি হলো লিচুগাছ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুরে লিচু বাগানের ১৭টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাগানের মালিক কাজী মিজানুর রশিদ লিটন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায়, গত ৭ জানুয়ারি বেলা ১১টায় মনিরুজ্জামান মনির নেতৃত্বে ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে লিটনের লিচু বাগানে হানা দেয়। এ সময় বাগানটি দখল করে নিতে ২০-২২ বছর বয়সী ১৭টি লিচু গাছ কেটে ফেলে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আশপাশের লোকজন গাছ কাটতে বাঁধা দিতে আসলে তাদেরকে খুন করার হুমকি দেওয়া হয়।

মামলার বাদী কাজী মিজানুর রহমান লিটন বলেন, আমার পৈতৃক সূত্র পাওয়া জমিতে ২২ বছর ধরে লিচুর বাগান করে আসছি। বছরে ৩-৪ লাখ টাকার লিচু বিক্রি করে সংসার চালিয়ে আসছি। গত কয়েক দিন ধরে মনিরুজ্জামান মনি তাঁর লোকজন নিয়ে আমার বাগানের জমি দাবি করে আসছিল। এর অংশ হিসেব গত শুক্রবার বেলা ১১টায় অস্ত্র নিয়ে বাগানে হানা দিয়ে ১৭টি লিচু গাছ কেটে ফেলে। এই ঘটনায় মনিরুজ্জামান মনি, কাজী লোটন, মো. তারেক, নয়া মিয়া, কাজী জানে আলম এবং লোটাস এই ৭ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে লোটাস বলেন, মামলার বাদী লিটন এবং মনি চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে মনির জমি বেদখল করে লিচু বাগান করে আসছিল। এই নিয়ে বিচার সালিস হয়েছে। জমি না ছেড়ে নিজেই গাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ