নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।
কাউন্সিলর প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (ডালিম প্রতীক), ২ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক (ডালিম প্রতীক) একই ওয়ার্ড আবদুর রউফ (উটপাখি প্রতীক) ও ৫ নম্বর ওয়ার্ড আইনাল হক। আচরণ বিধি ভঙ্গের অপরাধে এই ৪ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, পৌর নির্বাচনে সকল প্রার্থীদের আচরণবিধি মানার বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৯টি ওয়ার্ডে ৪৩ জন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এখানে আচরণবিধি ভঙ্গের কোনো সুযোগ নেই। আচরণবিধি ভঙ্গের দায়ে এই চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।