রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি মেসে বিস্ফোরণে দুই ছাত্র গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন, ইয়াসিন তালুকদার (৩১) ও জিতু (৩৩)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ ও জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাস বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। টয়লেটের পাইপের মধ্যে মিথেন গ্যাস জমে ছিলো বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া রান্না ধরেও মিথেন গ্যাস জমে থাকতে পারে। সন্দেহজনক কোন আলামত মেলেনি।
গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা জানান, ঘটনার পর আহতদের পাশের রুমের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।