গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উপজেলার আমতলী ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম ও কান্দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মধুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কৃষিবিদ নিটুল রায় এই ঘোষণা দেন। তিনি বলেন, আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাফেজা বেগম ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে কান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার মধু ও স্বতন্ত্র প্রার্থী মান্নান শেখ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে মান্নান শেখের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে কান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তুষার মধুকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।