হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, মারধর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের মুন্সী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসমত আলী কিনু বলেন, ‘গত শনিবার বিকেলে আমার সমর্থকদের মধ্যে কলিনস, আব্দুল্লাহ ও জোনায়েত তালুকদার অন্যদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়। নির্বাচনী প্রচার চালিয়ে তারাইল বাজার থেকে ফেরার পথে পাকুরতিয়া গ্রামের মুন্সী বাড়ির সামনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহম্মেদের সমর্থক ফিরোজ মুন্সীসহ তাঁর দলবল নির্বাচনী প্রচারে বাধা দেয়। এ ছাড়া আমার প্রচার কাজে ব্যবহৃত মাইক, গাড়ি ভাঙচুর ও সমর্থকদের মারধর করা হয়। তখন আমার সমর্থকেরা ভিডিও করলে তাদের দুটি মোবাইল কেড়ে নিয়ে যায় নৌকার প্রার্থীর লোকেরা।’

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। দেশে নির্বাচন করার ইতিহাস রয়েছে। কিন্তু এরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে কেন এমন ব্যবহার করে। তাই আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে উপজেলা নির্বাচন কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে ডুমুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহম্মেদ শেখের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ