রান্নার উপকরণ হিসেবে লবঙ্গ পরিচিত একটি মসলা। তবে মসলা পরিচয় ছাড়াও লবঙ্গের আছে অনেক ঔষধি গুণ। এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।
আগের দিনে বাড়ির বড়রা গলা খুসখুস করলে বা দাঁতে ব্যথা হলে লবঙ্গ খেতে বলতেন। এতে উপকার পাওয়া যেত। এখনকার অনেক দন্তচিকিৎসক প্রায়ই রোগীদের ওষুধের পরিবর্তে লবঙ্গ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
চিকিৎসকদের মতে, লবঙ্গ শরীরের হাড়ের জন্য বেশ উপকারী। এটি হাড়ের সংযোগের অবস্থানকে শক্তিশালী করে। তাই লবঙ্গ খেলে হাড়ের জোর বাড়ে। লবঙ্গতে আছে ক্যালরি, শর্করা, আঁশ, ম্যাংগানিজ, ভিটামিন কে।
লবঙ্গের গুণাগুণ
সূত্র: হেলথ লাইন