ফেনীতে চুরি হওয়া গাভি ও বাছুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ফেনী সদরের বিরলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার কবিরহাট থানার বদরপুর ইউনিয়নের জয়নাল আবেদীন বিপ্লব (২০), ফেনী পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মুন্সি বাড়ির মো. জাবেদ উল্লাহ অনিক (২৩), একই গ্রামের বড় কাজী বাড়ির ছাইদুল হক (২৮) ও একই ইউনিয়নের রতনপুর গ্রামের হাজী লাল মিয়ার বাড়ির আব্দুল মান্নান মানিক (২৭)।
পুলিশ জানায়, গত ৫ মার্চ ভোরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপির বেলাল হোসেনের একটি গাভি ও একটি বাছুর চুরি হয়। পরে চোরেরা গাভি ও বাছুরটিকে বিক্রি করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী সদরের বিরলী এলাকা থেকে চুরি হওয়া গাভি ও বাছুরসহ ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, গ্রেপ্তার ৪ চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া জব্দ গাভি ও বাছুর আদালতের নির্দেশে মালিক বেলাল হোসেন দিয়ে দেওয়া হয়।