হোম > ছাপা সংস্করণ

প্রতীক পেয়ে ৭৪৫ প্রার্থীর প্রচার শুরু

বাগমারা প্রতিনিধি

প্রতীক পেয়েই বাগমারা উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার। প্রার্থীরা সভা, পথসভা, গণসংযোগ, মাইকিং আর পোস্টার শুরু করেছেন। তবে এখন পর্যন্ত উপজেলার কোথায় নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি। এ দিকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৫ জানুয়ারি। ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১৬ ইউপিতে চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত সদস্য আসনে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দপাড়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী হয়েছেন ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন, নরদাশে ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন, দ্বীপপুর ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ২৬ জন, বড়বিহানালী ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন, আউচপাড়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন, শ্রীপুর ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ এবং সাধারণ সদস্য পদে ২৭ জন, বাসুপাড়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ এবং সাধারণ সদস্য পদে ৩০ জন, কাচারী কোয়ালীপাড়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ এবং সাধারণ সদস্য পদে ২২ জন, শুভডাঙ্গা ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন, মাড়িয়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ২৮ জন, গনিপুর ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৪২ জন, ঝিকরা ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন, গোয়ালকান্দি ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন, হামিরকুৎসা ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ২৮ জন, যোগীপাড়া ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ