হোম > ছাপা সংস্করণ

জাতীয় গ্রিডের সিস্টেম অত্যন্ত পুরোনো

ড. ইজাজ হোসেন

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গত মঙ্গলবার অর্ধেক দেশ বিদ্যুৎবিহীন ছিল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মানুষ বিদ্যুৎবিহীন ছিল কমপক্ষে আট ঘণ্টা। সাধারণত এমন হওয়ার কথা না। তবে এটা ঠিক পৃথিবীর বিভিন্ন উন্নত দেশেও গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে।

কিন্তু এমন ঘটনা কত ঘন ঘন হলো, এটাই দেখার বিষয়। বছরে যদি তিন-চারবার এমন ঘটে তাহলে এর প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। সরকার যে লোডশেডিং ম্যানেজমেন্ট করছে এর ফলেও কোনো কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। এ ছাড়া কোনো একটি বিদ্যুৎকেন্দ্র ফেল করলেও এমন হতে পারে। সরকারের উচিত তদন্ত কমিটি করে সঠিক কারণ বের করা।

সবাই বলছে গ্রিড বিপর্যয়ের কারণে এমন অবস্থা হয়েছে। আমি সব দোষ জাতীয় গ্রিডকে দিতে চাই না। কারণ জাতীয় গ্রিডের যে সিস্টেম সেটা অত্যন্ত সেকেলে। এটা অবশ্যই অটোমেটেড হওয়া উচিত। এখনো মোবাইলে ফোন করে একটি পাওয়ার সিস্টেম অফ/অন করা হয়। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এসব কাজে অটোমেশন খুব জরুরি। গ্রিড ম্যানেজমেন্ট অবশ্যই উন্নত হতে হবে। তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটার আশঙ্কা দেখা দেবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ