চট্টগ্রামে সুগন্ধা সিনেমা হলে আজ শুক্রবার থেকে দেখানো হবে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমা। প্রতিদিনে তিন প্রদর্শনী অনুষ্ঠিত হবে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
হল সূত্র জানা গেছে, প্রতি দিন সাড়ে ১২টা, সাড়ে ৩টা ও সাড়ে ৬টায় শো হবে। এ জন্য ১০০ ও ২০০ টাকার মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
২০১৪-১৫ সালের সরকারি অনুদানে তৈরি এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। কোনো কাটছাঁট ছড়াই সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। চলচ্চিত্রটি প্রযোজনা করছে পাণ্ডুলিপি কারখানা।
সিনেমার প্রেক্ষাপট সম্পর্কে পরিচালক নূরুল আলম আতিক বলেন,। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।’