চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেও ১৩ হাজার ১৪২ শিক্ষার্থী অংশ নেননি। দুই দিনে তিন পর্বে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেয় ৬৯ শতাংশ শিক্ষার্থী। এই ইউনিটে ভর্তি হতে আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মহীবুল আজিজ।