রক স্টার খ্যাত নায়িকা নার্গিস ফাখরি। প্রাকৃতিকভাবেই তিনি সুন্দর ত্বকের অধিকারী। তবে ভ্রমণপ্রিয় এই তারকার ত্বক ধুলোবালি ও দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয় প্রায়ই। ত্বক ভালো রাখতে এবং ত্বকের সমস্যার সমাধানে ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন তিনি।
- নারকেলের পানি, প্রোটিন পাউডার, ফ্লেক্স সিড, কলা ইত্যাদি দিয়ে তৈরি পানীয় পান করেন।
- স্ন্যাক্স হিসেবে আখরোট, ক্যানবেরি, আমন্ড, কলা, কমলা ও ডার্ক চকলেট খান।
- ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে দুধের সর ব্যবহার করেন।
- মেকআপ তুলতে অলিভ অয়েল ব্যবহার করেন।
- তিন মাস পর পর হেয়ারস্টাইল বদলান।
- কোনো ধরনের ক্যাফেইন পান করেন না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও মেকআপ অ্যান্ড বিউটি