বগুড়ার মেধাবী মুখ মেফতাউল আলম সিয়াম এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি শীর্ষস্থান দখল করেন। বুয়েটে পড়াশোনা করে গবেষক হতে চান তিনি।
এর আগে সিয়াম রেকর্ড নম্বর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন।
গতকাল শুক্রবার দুপুরে মোবাইল ফোনে কথা হয় সিয়ামের সঙ্গে। তিনি বলেন, আমি বুয়েটেই ভর্তি হব। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়তে চাই। ওই বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার পরিকল্পনা আছে। আমি গবেষক হতে চাই, এটা আমার স্বপ্ন।