৩১ সদস্যের কুতুবদিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে মোহাম্মদ ইউছুপকে আহ্বায়ক ও মো. হোছাইন আলী মুন্সিকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া আকতার হোছাইন, মাস্টার মো. আমিনুল হক, আবদুল আজিজ, খোরশেদ আলম খোকন, আবদুর রহিম, আবু মকছুদ ও নাছির উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
২২ জন সদস্য হলেন আলা উদ্দিন, ছাবুল করিম, মো. মানিক, মিজানুর রহমান, আব্দু শুক্কুর, আব্দু ছবুর, মোহাম্মদ ওসমান, মাস্টার গিয়াস উদ্দিন, দেলোয়ার হোছাইন, মাহাবুবুল করিম, নেজাম উদ্দিন দানু, মোহাম্মদ মানিক, শহীদুল ইসলাম, মোহাম্মদ কাইছার, ছৈয়দ আলম, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন, মোহাম্মদ বেলাল, শহীদুল ইসলাম, মুবিনুল হক বাদল, বেলাল হোছাইন ও মোহাম্মদ একরাম।