যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর বাজারের ওপর তিনটি নালা তৈরির (ক্রস ড্রেন) দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মনিরামপুর পৌরসভা কর্তৃপক্ষ বাজারের ফলহাটা মোড়ে এ মানববন্ধন করে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সহকারী অধ্যাপক বাবুল আকতার, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন দাস, ব্যবসায়ী পঙ্কজ সরকার, তপন সরকার, প্রশান্ত সাহা, লাভলু হোসেন প্রমুখ।
মানববন্ধনে বাবুলাল চৌধুরী বলেন, ‘মনিরামপুর বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের নিচ দিয়ে বাজার অংশের গোহাটা মোড়ের উত্তরে, থানা মোড়ে ও কেন্দ্রীয় মসজিদের সামনে তিনটি ক্রস ড্রেন ছিল। বর্ষা মৌসুমে পৌরসভার পূর্ব এলাকার গাংড়া, মনিরামপুর, দূর্গাপুর ও হাকোবা এলাকার পানি এ ড্রেন হয়ে বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীতে পড়ে।’
বাবুলাল চৌধুরী বলেন, ‘বর্তমানে যশোর-চুকনগর সড়কটি চার লেনে উন্নীত হওয়ার কাজ চলমান রয়েছে। রাস্তা খোঁড়াখুঁড়ি করায় আগের ড্রেন নষ্ট হয়ে গেছে। এখন ঠিকাদার ড্রেন তিনটি না করে রাস্তার কাজ শেষ করার কথা ভাবছেন।’
ওয়ার্ড কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, ‘আমরা ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা বলে আমাদের দাবি উপস্থাপন করেছি। ড্রেন না হলে বাজারের পূর্ব অংশের গাংড়া, মনিরামপুর, দূর্গাপুর ও হাকোবার আংশিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। বিষয়টি ঠিকাদারকে জানানো হলেও তাঁরা এ সেটি আমলে নিচ্ছেন না। এ জন্য আমরা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি।’