বিমানবন্দর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ইয়াছিন ব্যাপারী (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইপকো ডেভেলপমেন্ট কোম্পানির ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াছিন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাইজগাঁও এলাকার আল আমিন মিয়ার ছেলে।
বিমানবন্দর থানার এসআই খন্দকার সাজ্জাদ হোসেন জানান, ভোরে সংবাদ পেয়ে নির্মাণাধীন ১৪ তলা ভবনের নিচতলা থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় দড়ি বাঁধা ছিল। ইয়াছিন ওই ভবনের নির্মাণশ্রমিক এবং সেখানেই থাকতেন।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যু নিয়ে সন্দেহ করছে ইয়াছিনের পরিবার।