হোম > ছাপা সংস্করণ

কমলগঞ্জে ব্রকলি চাষে নতুন সম্ভাবনা

কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সতিজির গ্রামে পরীক্ষামূলক ২০০ ব্রকলির চারা রোপণ করে ভালো ফলন পেয়েছে অলি আহমেদ ও আলিফা দম্পতি।

কৃষক দম্পতির কাছ থেকে জানা যায়, কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্পের যৌথ সমন্বয়ে ৩ শতাংশ জায়গায় পরীক্ষামূলক এ ব্রকলি এবং জমির অবশিষ্ট অংশে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রকলি উত্তোলন করা হয়।

আলিফা বেগম ও অলি আহমেদ জানান, সূচনা প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণসহ ব্রকলির চারা পেয়েছেন। চারা রোপণের পর আশানুরূপ সাফল্য পেয়েছেন তাঁরা। নতুন সবজি হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে তা কিনছেন।

প্রতি পিস ব্রকলি ৪০-৫০ টাকায় বিক্রি করছেন। দাম ভালো থাকলে ৭-৮ হাজার টাকার ব্রকলি বিক্রি করতে পারবেন। আগামী বছর ১ হাজার ব্রকলির চারা লাগাবেন বলেও জানায় এ দম্পতি।

সূচনা প্রকল্পের কারিগরি সহায়তাকারী কামরুল ইসলাম বলেন, ‘সূচনা প্রকল্প পুষ্টি উন্নয়নে কাজ করে। তাই পুষ্টিসমৃদ্ধ শাকসবজি চাষে সূচনার সদস্য ও স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। একদিকে পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন চাষি। এই চিন্তা থেকেই ওই দম্পতিকে প্রথমবারের মতো ব্রকলি চাষে উদ্বুদ্ধ করি।’ ব্রকলির পাশাপাশি জমিতে সমন্বিত একাধিক সবজি চাষ করার পরামর্শ করেন বলেও জানান তিনি।

এ বিষয়ে শমশেরনগর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন কুমার দাস জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্পের যৌথ সমন্বয়ে ব্রোকলি চাষের প্রদর্শনী প্লট করা হয়েছে। যাতে এই প্রদর্শনী প্লট দেখে সূচনার সদস্যসহ স্থানীয় কৃষকেরা ব্রকলি চাষে উদ্বুদ্ধ হন। ব্রকলি ক্যানসার প্রতিরোধী। বাজারে দাম বেশি, তাই এটি চাষ করে কৃষক লাভবান হবেন।

কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সূচনা প্রকল্প যৌথভাবে শমশেরনগর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক চাষিদের বিভিন্ন কারিগরি সহায়তা করে। জলবায়ুসহিষ্ণু বস্তা, উঁচু মাদা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ দেয়, যাতে কৃষকেরা ঝুঁকিমুক্ত ও বাধাহীনভাবে ফসল চাষ করতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ