বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, সরকার কৃষকদের বিনা মূল্যে সার, বীজ ও সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কোনো মানুষ আজ অসহায় নয়। সরকারি ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কম্বল এবং কৃষকের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এ প্রতিমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ‘যাদের ঘর নেই তাঁদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকার বিনা মূল্যে বই বিতরণসহ বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করছে। বিশেষ করে করোনা সময় দেশে খাদ্যে কোনো ঘাটতি হয়নি। বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বক্তব্য দেন।