মুন্সিগঞ্জের গজারিয়ায় সিমেন্টবোঝাই লরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জিন্নাহার আক্তার (৩৫) নামে এক নারী নিহত হন। এ ছাড়া ১১ জন গুরুতর আহত হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিন্নাহার আক্তার সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার সুতুবপুরের আব্দুল্লাহর মেয়ে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন সবুজ মিয়া, মোহাম্মদ হৃদয় মিয়া, নুরুন্নাহার আক্তার, ইয়াসমিন, আফাত ও জাহাঙ্গীর প্রমুখ।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গতকাল দুপুরে ভবেরচর বাসস্টেশন থেকে যাত্রী নিয়ে মিনিবাস বাউশিয়া পাখির মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। বাউশিয়া শান্তিনগর এলাকায় গেলে আনোয়ার সিমেন্ট বোঝাই বালকেরী ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে একজন নিহত হন। এ সময় ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।