হোম > ছাপা সংস্করণ

সখীপুরে আগুনে পুড়ল ভ্যানচালকের স্বপ্ন

সখীপুর প্রতিনিধি

ভ্যানচালক শামীম মিয়ার (২৫) অভাবের সংসার। ভ্যানগাড়ির স্বল্প আয়ে স্ত্রী ও সন্তান নিয়ে কোনো রকমে জীবন চলে তাঁর। শামীম সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে শামীম তাঁর স্ত্রী হিমা আক্তারকে এনজিও থেকে ঋণ নিয়ে দুটি ছাগল কিনে দেন। এর মধ্যে একটি ছাগল বাচ্চা দিয়েছে এবং অন্যটির পেটে বাচ্চা এসেছে। এ নিয়েই স্বপ্ন বুনছিলেন শামীম-হেমা দম্পতি। কিন্তু তাঁদের সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গত শনিবার রাতে তাঁদের ছাগলের ঘরে আগুন লেগে তিনটি ছাগলই পুড়ে মারা গেছে। এ ঘটনায় অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শামীমের ছাগলের ঘরে আগুন লাগে। স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই ঘরে থাকা প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মূল্যের তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি শাহজাহান সিকদার বলেন, তিন সদস্যের ওই অসহায় পরিবারটি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঋণ করে কেনা ছাগল পুড়ে যাওয়ায় পরিবারটি হতাশ হয়ে পড়েছে।

শামীমের স্ত্রী হেমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ছাগলগুলোই যে আমার শেষ সম্বল ছিল। আমি এখন কি করব?’

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু করার চেষ্টা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ