দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বাবার মতো সংগীতাঙ্গনে সফল ছেলে হাবিব ওয়াহিদ। দুজনে মিলে প্রকাশ করেছেন অ্যালবাম, পারফর্ম করেছেন একই মঞ্চে। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলো হাবিব ওয়াহিদের ছেলে ১১ বছর বয়সী আলিম ওয়াহিদ।
গত শুক্রবার আলিমের স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার মঞ্চে একসঙ্গে পারফর্ম করলেন তিন প্রজন্ম। মুগ্ধ করলেন উপস্থিত শ্রোতাদের। দাদা ও বাবার পারফর্মেন্সের সঙ্গে ড্রামস বাজিয়েছে আলিম। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘জীবনে কিছু মুহূর্ত আসে, যা পরিকল্পনা করে আসে না, ঘটে যায়। এ ঘটনাটি ঠিক তাই। জানি আলিম পারফর্ম করে, কিন্তু এত ভালো পারফর্ম করবে, ধারণায় ছিল না। সব মিলিয়ে আমি আবেগাপ্লুত।’