চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএসটিআই বিভাগীয় ও বাঁশখালী উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া বিস্কুট ও ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় মেসার্স একতা বেকারি ও মেসার্স জান্নাত ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পরিমাপে কম দেওয়ায় মেসার্স আল মদিনা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স স্বর্ণ মুকুট জুয়েলার্স, মেসার্স প্রিয়ন গোল্ড হাউস ও মেসার্স সুধির গিনি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের পক্ষে মো. আশিকুজ্জামান, ফিল্ড কর্মকর্তা (সিএম) ও মো. মুকুল মৃধা।