লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী আকরাম হোসেন (৩০) তাঁর প্রতিদ্বন্দ্বী আমিন ব্যাপারীর (৫০) মোরগ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। উপজেলার ১০ নম্বর রায়পুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমধর্মী এই ঘটনার জন্ম দিয়েছেন ওই প্রার্থী।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও আপেল প্রতীকের প্রার্থী কামাল হোসেন জমাদার বলেন, ‘এ ধরনের প্রচার জীবনে এই প্রথম দেখলাম। আমার বিজয় নিশ্চিত জেনে তাঁরা একজন থেমে গিয়ে অপরের জন্য প্রচার চালাচ্ছেন।’
ফুটবল প্রতীকের প্রার্থী আকরাম হোসেন বলেন, ‘আমার প্রতীক ফুটবল হলেও আমি এখন মোরগ প্রতীকের প্রচার চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও আমি চাই তিনি বিজয়ী হোন।’
মোরগ প্রতীকের প্রার্থী আমিন উল্যা ব্যাপারী বলেন, ‘আমার সঙ্গে আকরামের কোনো সমঝোতা হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে প্রার্থী করানো হয়েছে। টাকা না থাকায় এখন তিনি পোস্টার, মাইকিং ও প্রচার থেকে বিরত রয়েছেন। একদিন হঠাৎ আমার গণসংযোগে যোগ দেওয়ায় এ বিভ্রান্তি ছড়িয়েছে।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, এ ধরনের ঘটনার দেখা খুব কমই মেলে। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না।