হোম > ছাপা সংস্করণ

বিজেপিবিরোধীদের ঐক্যে ফাটল

কলকাতা (ভারত) প্রতিনিধি

সামনেই উত্তর প্রদেশসহ ভারতের পাঁচ রাজ্যে ভোট। কিন্তু বিজেপিবিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের কোনো লক্ষণ নেই। বরং ফাটল আরও দৃশ্যমান হয়ে উঠেছে। রেষারেষির কারণে বিরোধী ভোট ভাগ হয়ে গেলে শেষ সুবিধা বিজেপিই পাবে।

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে মরিয়া তৃণমূল।

তৃণমূলের এমন মনোভাবের সঙ্গে কংগ্রেস একমত নয়, তা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের নানা মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তো অভিযোগ করেছেন, বিরোধী ঐক্য ভাঙতে মমতা নিজেই নাকি মোদির সঙ্গে যোগসাজশ করেছেন। উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত এবং ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নাম না নিয়েই তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘নিজেদের আসনে জিততে না পেরে চরম হতাশায় ভুগছেন—কংগ্রেসের এমন কিছু নেতাকে দলে টেনে কিছু মানুষ জাতীয় বিকল্প হওয়ার চেষ্টা করছে।’

জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। বাঘেলকে ইঙ্গিত করে তৃণমূল বলেছে, প্রথমবারের একজন মুখ্যমন্ত্রীর মুখে বড় বড় কথা শোনা যাচ্ছে। নিজের ওজন না বুঝে কথা বললে সম্মান পাওয়া যায় না। আমেঠি কেন্দ্রে রাহুল গান্ধীর পরাজয় নিয়েও কংগ্রেসকে বিদ্ধ করেছে তৃণমূল। আর তৃণমূলের দলীয় মুখপত্রের শারদীয় সংখ্যায় নিজের লেখায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্ব তিনি মেনে নেবেন না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ